২০৩০ বা ২০৩৪ সালে সৌদিতে বিশ্বকাপ আয়োজনে আগ্রহী এএফসি

২০৩০ বা ২০৩৪ সালে সৌদিতে বিশ্বকাপ আয়োজনে আগ্রহী এএফসি

খেলাধুলা

নিজস্ব প্রতিনিধি:
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা বলেছেন যে তারা ২০৩০ বা ২০৩৪ সালে এই অঞ্চলে আরেকটি বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী। এবার তারা সৌদি আরবে বিশ্বকাপ আয়োজন করতে চান।

এশিয়া এ পর্যন্ত দুইবার বিশ্বকাপ আয়োজন করেছে। ২০০২ সালে যৌথভাবে দক্ষিণ কোরিয়া এবং জাপান। এবং শেষটি ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হয়েছিল।

সিরিয়া ও লেবানন সফরকালে বাহরাইনের শেখ সালমান সোমবার বৈরুতে সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি সৌদি আরবের এই ধরনের একটি টুর্নামেন্ট আয়োজনের সব যোগ্যতা রয়েছে। তবে আমাদের সঠিক সময় বেছে নিতে হবে, এটা ২০৩০ বা ২০৩৪ হতে পারে। তবে ২০৩৪ সালে হলে সেটা বেশি ভাল হবে। তবে ২০৩০’এ যদি পরিস্থিতি অনুকূলে থাকে তবে তার জন্যও আমরা প্রস্তুত আছি।’

বিশ্বকাপ ২০২৬ প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে ৪৮ টি দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে। ২০৩০ বিশ্বকাপের জন্য ইতিমধ্যে দুটি যৌথ বিড প্রস্তাব করা হয়েছে – স্পেন, পর্তুগাল এবং মরক্কো মিলে একটি এবং আরেকটি বিডে আগ্রহী জানিয়েছে আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে এবং প্যারাগুয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *