আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে, জনগণের কথা ভাবে: প্রধানমন্ত্রী

২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ ষড়যন্ত্রের কারণে হেরেছে: প্রধানমন্ত্রী

জাতীয় রাজনীতি

নিজস্ব প্রতিনিধি:

২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ ষড়যন্ত্রের কারণে হেরেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

রোববার (৬ আগস্ট) সকালে তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের ‘বিশেষ বর্ধিত সভায়’ প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, গ্যাস বিক্রিতে অস্বীকৃতি এবং দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রের কারণে ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বর্ধিত সভায় ওয়ান-ইলেভেনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির দুর্নীতি ও দুঃশাসনের কারণে ওয়ান-ইলেভেন হয়েছিল। খালেদা জিয়া ভোটচোর হিসেবে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল।

শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি খালেদা জিয়া নির্বাচনের নামে প্রহসন করেছিলেন। ৩-৪ শতাংশ ভোটও পড়েনি। কিন্তু ভোট চুরি করে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে বাংলাদেশের মানুষ এই ভোট চুরি মেনে নেয়নি। বাংলাদেশের মানুষ ভোট চুরি মেনে নেয় না। কাজেই ৩০ মার্চ খালেদা জিয়া ভোটচোর হিসেবে পদত্যাগ করতে বাধ্য হয়। এরপর ১২ জুনের নির্বাচনে আমরা জয়ী হয়ে সরকার গঠন করি। ২০০১ সালে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল।

তিনি বলেন, ৭৫ সালের পর আমাকে দেশে আসতে বাধা দেওয়া হয়েছিল। আমি জোর করে দেশে ফিরে এসেছিলাম। আমার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। খালেদা জিয়া দিয়েছিলেন ১২টি আর জরুরি সরকার দিয়েছিল ৬টি মামলা। আমি বলেছিলাম, প্রতিটি মামলার তদন্ত করে আমাকে জানাতে হবে। আমি দুর্নীতি করতে এখানে আসিনি। আমি মানুষের ভাগ্য গড়তে এসেছি, নিজের ভাগ্য না। আমি ত্যাগ করতে এসেছি, ভোগ করতে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এটা ধরে রাখতে হবে। যেখানে খালেদা জিয়ার আমলে মাথাপিছু আয় ছিল৩৪৩ ডলারের মতো, আমরা তা বাড়িয়েছি ২,৭৩৯ ডলারে। ক্রয়ক্ষমতা বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি এবং জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন- এগুলো আওয়ামী লীগ সরকার করেছে। আর কারও দ্বারা এগুলো হয়নি, কোনো সরকার এগুলো করে নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *