১৪ হাজার কিলোমিটার বৈদ্যুতিক তার কিনবে সরকার

জাতীয়

 

ডেস্ক রিপোর্ট ঃ

বিআরবি কেবল থেকে ১৪ হাজার ৫০০ কিলোমিটার বৈদ্যুতিক পরিবাহী ও তার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুলনা বিভাগের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের জন্য এই তারটি কেনা হবে। এ জন্য ১৩৪ কোটি ৭৪ লাখ ৪১ হাজার ৫৮০ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১১ জানুয়ারি) রাজ্য ক্রয় মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠক শেষে বৈঠকের সিদ্ধান্ত ঘোষণা করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মাহবুব খান।

বৈঠকে ১০টি প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলে জানান তিনি। এর মধ্যে শিল্প মন্ত্রণালয় থেকে ২টি, জ্বালানি অধিদপ্তর থেকে ৩টি, জ্বালানি ও খনিজ সম্পদ অধিদপ্তর থেকে ২টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ১টি, স্থানীয় সরকার অধিদপ্তর থেকে ১টি এবং মন্ত্রণালয়ের ১টি প্রস্তাব রয়েছে।

সৈয়দ মাহবুব খান বলেন, বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) ‘বাপবিবো বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার (খুলনা বিভাগ) আধুনিকীকরণ ও সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের লট-১-এর আওতায় ৬ হাজার ৬৫০ কিলোমিটার কন্ডাক্টর ও তার কেনার অনুমোদন দিয়েছে। বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে এই কন্ডাক্টর ও তার কেনা হবে ৬৭ কোটি ৩ লাখ ৬৩ হাজার ৭৯০ টাকায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *