বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক :
বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবেই বেশি পরিচিত অস্ট্রেলিয়া। তবে এদেশের শিক্ষার্থীদের কাছে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করাও বেশ জনপ্রিয়। তাই দেশে শিক্ষা সমাপ্তির পর উচ্চশিক্ষার জন্য অনেকেই এখন ছুটছে অস্ট্রেলিয়ার পথে। অন্যান্য দেশের তুলনায় কম খরচে এমন শান্তিপূর্ণ একটি দেশে মানসম্মত শিক্ষার কারণে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে দেশটি প্রতিবছর হাতছানি দেয় হাজারো আন্তর্জাতিক শিক্ষার্থীকে। উচ্চশিক্ষা গ্রহণের দিক থেকে অস্ট্রেলিয়া বর্তমানে বিশ্বের তৃতীয় জনপ্রিয়তম দেশ। বিশ্বের শীর্ষ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে এখানে। তাই বিশ্বের নানা দেশ থেকে শিক্ষার্থীরা ভিড় করছে এখানকার বিশ্ববিদ্যালয় গুলোতে। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্যও দেশটি অপেক্ষা করছে তাদের বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এবং উন্নত শিক্ষার পরিবেশ নিয়ে।
তারই লক্ষ্যে রাজধানীর বনানীতে ২৫ জুলাই মঙ্গলবার ই ক্যাব সেমিনার হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। HBD Services কর্তৃক আয়োজিত আসন্ন অস্ট্রেলিয়ান শিক্ষা মেলা সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির হেড অফ কাউন্সিলর এন্ড এডমিন মোঃ মাহমুদুল হাসান (সিমন)। উক্ত সেমিনারে সাংবাদিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বেশকিছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উক্ত অস্ট্রেলিয়ান শিক্ষা মেলাটি আগামী ১৪ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর পাঁচ তারকা হোটেল ‘লেকশোর’ গুলশানে অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ করে ছাত্রছাত্রীরা অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষা, PR, PSW সহ যাবতীয় তথ্য ও পরামর্শ একই ছাদের নিচে জানতে পারবেন। উক্ত অস্ট্রেলিয়ান শিক্ষা মেলাটিতে সকল সাধারন শিক্ষার্থী ও অভিভাবকদের প্রবেশাধিকার উন্মুক্ত।