আন্তর্জাতিক ডেস্ক:
১৪০ বছরের বৃষ্টিপাতের রেকর্ড ভেঙেছে চীন। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে এই নতুন রেকর্ড তৈরি হয়েছে। বুধবার (২ জুলাই) দেশটির আবহাওয়া সংস্থা এ তথ্য জানিয়েছে।
বেইজিং মেটিওরোলজিক্যাল সার্ভিসের মতে, ঘূর্ণিঝড়ের সময় চাংপিং-এর ওয়াংজিউয়ানে সর্বোচ্চ ৭৪৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এটি ছিল ১৪০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত।
চীনে রেকর্ড ভঙ্গকারী ভারী বর্ষণে ২০ জন নিহত ছাড়াও ভূমিধসসহ প্রাকৃতিক দুর্যোগে এখনো নিখোঁজ রয়েছেন বহু মানুষ। ১৪ জনকে উদ্ধার করা হয়েছে।
ডকসুরি নামের এই ঘূর্ণিঝড় ফিলিপাইনে আঘাত হানার পর গত সপ্তাহে চীনের দক্ষিণ ফুজিয়ান প্রদেশেও আঘাত হানে। পরে ঝড় উত্তর দিকে সরে যায়। ঝড়ের প্রভাবে শনিবার থেকে রাজধানী ও আশপাশের এলাকায় ভারী বর্ষণ শুরু হয়।
এএফপির মতে,মাত্র ৪০ ঘণ্টার বৃষ্টিপাত বেইজিংয়ে পুরো জুলাই মাসের গড় বৃষ্টিপাতকে ছাড়িয়ে গেছে।
খবরে বলা হয়েছে, রাজধানী সংলগ্ন হেবেই প্রদেশে ৮০০,০০০ এরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ভারী বর্ষণে নয়জন নিহত ও ছয়জন নিখোঁজ হয়েছেন।
উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশে সপ্তাহান্তে আরও দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার ভারী বৃষ্টিতে আটকে পড়াদের উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।