তথ্য ডেস্ক:
হোয়াটসঅ্যাপ ব্যক্তিগত চ্যাট এবং গ্রুপ চ্যাট উভয়ের জন্য একটি জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। তবে নতুন গ্রুপে যুক্ত হওয়ার পর ব্যবহারকারীরা সেখানে পুরনো চ্যাট দেখতে পারেন না। ফলে নানা সমস্যায় পড়তে হয় বা দলটির গতিবিধিও তিনি জানতে পারেন না।
তবে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি এই সমস্যার সমাধান নিয়ে আসছে। নতুন ফিচার যোগ করছে হোয়াটসঅ্যাপ। যার মাধ্যমে ব্যবহারকারীরা নতুন গ্রুপে যুক্ত হওয়ার পর সেই গ্রুপের পুরনো চ্যাট পড়তে পারবেন। নতুন ফিচারটির নাম ‘রিসেন্ট হিস্ট্রি শেয়ারিং’। তবে সেক্ষেত্রে গ্রুপ অ্যাডমিনের এই ফিচারটি চালু রাখতে হবে।
গ্রুপ অ্যাডমিন এই ফিচারটি চালু করে, তাহলে গ্রুপে আগের সমস্ত মেসেজ জানতে পারবেন, গ্রুপে অ্যাড হওয়া নতুন সদস্যরা। নতুন যোগকারী গত ২৪ ঘন্টার চ্যাট দেখতে পাবেন। বর্তমানে শুধুমাত্র বিটা ব্যবহারকারীরা এই বৈশিষ্ট্যটি ব্যবহার করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ মাল্টি অ্যাকাউন্ট লগইন নামে একটি বৈশিষ্ট্য নিয়েও কাজ করছে। অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীদের জন্য এই ফিচার আনা হবে। একবার আপনি একটি নতুন অ্যাকাউন্ট যোগ করলে, পরের বার এটি খুলতে আপনাকে শুধুমাত্র ২টি অ্যাকাউন্টের মধ্যে স্যুইচ করতে হবে। অর্থাৎ বারবার লগইন করার দরকার নেই। আপনি একটি ফোনে একটি নম্বর দিয়ে দুটি অ্যাকাউন্ট চালাতে পারেন।