নিজস্ব প্রতিনিধি:
যে উইকেটে প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং, সেই উইকেটেই এবার আফগানিস্তানকে চেপে ধরল বাংলাদেশ। হারলেই হোয়াইটওয়াশ, তাও আবার ঘরের মাঠে! এমন ম্যাচে আবারও টস হেরেছে বাংলাদেশ। টস হেরে বোলিং করতে গিয়ে আগের ম্যাচের স্মৃতি নিশ্চয়ই কারো কারো মনে এসেছে। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বিধ্বস্ত বাংলাদেশ। তবে আজ (মঙ্গলবার) এমনটি হয়নি। বরং দুর্দান্ত বোলিং করে জয়ের পথ তৈরি করে রাখলো টাইগাররা। টস জিতেও ব্যাটিংয়ে নামা আফগানদের ইনিংস ১২৬ রানেই শেষ হয়ে যায়।
সফরকারী ব্যাটারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন বাংলাদেশের বোলাররা। ম্যাচে পেসার একজন কম নিয়ে একাদশ সাজালেও মূল কাজ করে দেন পেসাররাই। বিশেষ করে শরিফুল ইসলাম। নতুন বলে দারুণ স্পলে ৩ উইকেট নেন তিনি। বাঁহাতি পেসার শুরুতেই এলোমেলো করে দেন আফগানদের ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় স্পেলে ফিরে আবার পেয়েছেন উইকেট। পরে মাঠ ছাড়েন তিনি ২১ রানে ৪ উইকেট নিয়ে, তার ক্যারিয়ার সেরা বোলিং। আরেক পেসার তাসকিন আহমেদ নতুন বলে উইকেট নেন একটি, পুরোনো বলে একটি।
তাদের সঙ্গ দেন স্পিনাররা। সাকিব আল হাসান ছিলেন দুর্বোধ্য। ১০ ওভারের স্পেলে স্রেফ ১৩ রান দেন তিনি।
প্রথম দুই ওয়ানডেতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। তামিম ইকবালের অবসরের ঘটনায় দলের অবস্থা আরও খারাপ হয়। মাঠেও এর প্রভাব পড়েছে। ওই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর সঙ্গে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর মিশন এই তৃতীয় ওয়ানডে। সেই গুরুত্বপূর্ণ ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ।
একসময় আফগানিস্তান শঙ্কায় ছিল একশর নিচে গুটিয়ে যাওয়ার। ৩২ রানে ৫ উইকেট পড়ার পর ক্রিজে গিয়ে ফিফটি করেন আজমতউল্লাহ ওমারজাই। ৬৮ রানে ৭ উইকেট হারানো দল ১২৬ পর্যন্ত যেতে পারে তার সৌজন্যেই।