হিরো আলমের উপর হামলার ঘটনায় ২ জন রিমান্ডে, ৫ জন কারাগারে

হিরো আলমের উপর হামলার ঘটনায় ২ জন রিমান্ডে, ৫ জন কারাগারে

অপরাধ

নিজস্ব প্রতিনিধি:
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাতজনের মধ্যে দুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আরও পাঁচজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকার মহানগর হাকিম আরফাতুল রাকিব আদালতে শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া দুই আসামি হলেন ছানোয়ার কাজী ও বিপ্লব হোসেন। আর কারাগারে যাওয়া ৫ আসামি হলেন মাহমুদুল হাসান মেহেদী, মোজাহিদ খান, আশিক সরকার, হৃদয় শেখ ও সোহেল মোল্লা।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) নূর উদ্দিন সাত আসামিকে আদালতে হাজির করেন। এর মধ্যে ছানোয়ার ও বিপ্লবের সাত দিনের রিমান্ড এবং অন্য ৫ আসামিকে কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ সময় তাদের আইনজীবীরা দুই আসামির জামিন ও ৫ আসামির জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিদের রিমান্ডে নিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক জালাল উদ্দিন এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার (১৮ জুলাই) হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান বাদী হয়ে বনানী থানায় মামলাটি করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *