হত্যা চেষ্টা মামলার প্রধান আসামীর মৃত্যু!

হত্যা চেষ্টা মামলার প্রধান আসামীর মৃত্যু!

জেলা

সোহাগ মোল্লা, মোংলা প্রতিনিধি:
মোংলায় গুরুতর হামলার শিকার প্রতিপক্ষের হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী অবশেষে মারা গেছেন। এ ঘটনায় নিহতের পরিবার থানায় হত্যা মামলা দায়েরের জন্য লাশ নিয়ে অবস্থান করলেও পুলিশ নতুন করে মামলা নেয়নি। তবে পুলিশ বলছেন, পূর্বে দায়েরকৃত হত্যা চেষ্টার মামলাই এখন নতুর করে হত্যা মামলায় রুপান্তরিত হবে।

মামলার এজাহারে জানা গেছে, উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের জয়খাঁ গ্রামের বাসিন্দা নাসির উদ্দিন শেখের (৪৮) সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিলো একই এলাকার প্রতিবেশী ইসমাইল হোসেনের (৫০)। পূর্বের সেই বিরোধের জের ধরে গত ১২আগস্ট রাত সাড়ে ১১টার দিকে নাসির উদ্দিন শেখের উপর অতর্কিত হামলা চালায় ইসমাইল হোসেন গং। ওই সময় প্রতিপক্ষ ইসমাইল দা দিয়ে নাসিরের মাথায় কোপ দিলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন নাসির। ওই সময়ে দায়ের কোপে ফুলকি দিয়ে রক্তের সাথে মাথার ঘিলুও/মগজ বেরিয়ে যায় নাসিরের। পরে নাসিরের চিৎকারে তার স্ত্রী ও দুই ছেলে ছুটে এলে তাদেরকেও কুপিয়ে এবং পিটিয়ে রক্তাক্ত জখম করেন ইসমাইলসহ তার সহযোগী রবিউল, মোরছালিন, বক্কর সরদার ও ফারুক সরদার। পরে আহতদেরকে ওই রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সংকটাপন্ন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য নাসিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮আগস্ট মারা যান নাসির। খুলনা মেডিকেলে লাশের ময়নাতদন্ত শেষে ১৯আগস্ট লাশ নিয়ে মোংলায় এসে হত্যা মামলা দায়েরের জন্য থানায় লাশ রেখে অবস্থান নেন নিহতের পরিবার। তবে পুলিশ এ খুনের ঘটনায় নতুন করে মামলা না নিলেও ঘটনার পরদিন (১৩আগস্ট) দায়ের করা হত্যা চেষ্টার মামলাটিই হত্যা মামলায় রুপান্তরিত করা হবে বলে জানিয়েছেন ভুক্তভোগীদেরকে। এরপর তারা থানা থেকে লাশ নিয়ে ১৯আগস্ট রাতে বাড়ীতে দাফন সম্পন্ন করেছেন।

এদিকে এ মারামারির ঘটনায় প্রতিপক্ষের দায়ের করা মামলায় প্রধান আসামী ছিলেন হামলা শিকার হয়ে খুন হওয়া/মারা যাওয়া নাসির উদ্দিন শেখ। মারা গিয়েও প্রতিপক্ষের হত্যা চেষ্টার মামলায় প্রধান আসামী হয়ে আছেন নাসির উদ্দিন শেখ।

নিহতের স্ত্রী সাবিনা বেগম (৩৮) বলেন, আমি আমার স্বামীকে হত্যার বিচার চাই। তাই লাশ নিয়ে ১৯আগস্ট থানায় অবস্থান করলেও পুলিশ নতুন করে হত্যা মামলা নেয়নি। পুলিশ বলেছেন, আগে লাশ দাফন করো আর আগের মামলাই এখন হত্যা মামলায় পরিনত হবে। তিনি আরো বলেন, আমার স্বামীর সুষ্ঠু বিচারের জন্য খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সাহেবের কাছে গেলে তিনি সুষ্ঠু বিচার করার জন্য প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন।

মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, এ ঘটনার (১৩আগস্ট) পরদিন নাসিরের পরিবারের দায়ের করা হত্যা চেষ্টা মামলায় ৫আসামী গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়। আর এখন নাসির মারা যাওয়াতে হত্যা চেষ্টার মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত করা হবে। তদন্ত করে এ হত্যাকান্ডের সাথে অন্য কেউ জড়িত থাকলেও তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

অপরদিকে ১৯আগস্ট মোংলায় শোক দিবসের এক আলোচনা সভায় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, এ হত্যাকান্ডের (নাসির খুনের) সাথে যারা জড়িত তাদের অবশ্যই বিচার হবে, এখানে প্রভাব খাটানোর কিছু নেই।

তিনি বলেন, প্রশাসনকে আমি বলবো একদম নিরপেক্ষভাবে তদন্ত করে এর সাথে যারা জড়িত, সে যেই হোক না কেন, তার বিচার হবে। কারণ ভুক্তভোগীরা যাতে কোন অবস্থাতেই বিচার থেকে বঞ্চিত না হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *