স্মার্ট বাংলাদেশের চারটি ভিত্তি ঠিক হয়েছে-প্রধানমন্ত্রী

জাতীয়

ডেস্ক রিপোর্ট ঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে স্মার্ট বাংলাদেশ ২০৪১ প্রতিষ্ঠার লক্ষ্যে “ডিজিটাল বাংলাদেশ টাস্ক ফোর্স” এখন থেকে “স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্স” হিসেবে কাজ করবে। স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নমেন্ট।

এই চারটি স্তম্ভের আলোকে, স্মার্ট বাংলাদেশ গড়ার কাঙ্খিত লক্ষ্য বাস্তবায়নের জন্য সরকার কানেক্টিভিটি (অবকাঠামো উন্নয়ন), মানবসম্পদ উন্নয়ন ও প্রশিক্ষণ, স্ব-কর্মসংস্থান উন্নয়ন ও প্রশিক্ষণ এবং ইভেন্ট ও প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজনে কাজ করছে।

বুধবার (১৮ জানুয়ারি) জাতীয় সংসদে করা প্রশ্নের জবাব দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য ড. হাবিবুর রহমানের এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার সাফল্যের ধারাবাহিকতায় ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে অর্থনীতি, শিল্প, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আর্থিক খাত ইত্যাদির দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশকে উন্নত বিশ্বের সঙ্গে সমকক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে গত বছরের ১৬ আগস্ট ৫ মন্ত্রী, ১ জন প্রতিমন্ত্রীসহ ৩০ সদস্যের স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স গঠন করা হয়। স্মার্ট বাংলাদেশ ২০৪১ প্রতিষ্ঠার জন্য, এরপর থেকে ‘ডিজিটাল বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ’ ‘স্মার্ট বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ’ হিসেবে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *