স্পেনের টেনেরিফে নিয়ন্ত্রণহীন দাবানল

স্পেনের টেনেরিফে নিয়ন্ত্রণহীন দাবানল

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক:

টেনেরিফ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ। সেখানেই পাহাড়ি জঙ্গলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। এমনকি ২৫০টি দমকল ইঞ্জিনও তা সামলাতে পারছে না। ২৪ ঘন্টার মধ্যে এই দাবানল ছড়িয়ে পড়েছে ১৮০০ হেক্টরে। ২২ কিলোমিটার এলাকা জুড়ে পাহাড়ের দুই পাশে বন পুড়ছে।

স্থানীয় নেতা ফার্নান্দো ক্লাভিজো বলেন, আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিছুই তাকে সামলানো যাচ্ছে না। অবস্থা ভয়াবহ। এখন প্রথম লক্ষ্য আগুন ছড়িয়ে পড়া বন্ধ করা। তারপর জ্বলন্ত জায়গাগুলি নিয়ন্ত্রণে আনা।

আগুন নেভাতে ১৪টি বিমান ব্যবহার করা হয়েছে। এছাড়াও ২৫০টি দমকল ইঞ্জিন কাজ করছে। আগুন নেভানোর কাজে সেনাবাহিনীও কাজে নেমেছে।

টেনেরিফের কাউন্সিলের ফায়ার স্পেশালিস্ট ভিকি পালমা বলেছেন, রাতের দিকে আরো জোরে হাওয়া বইতে পারে। ফলে বৃহস্পতিবার দাবানল আরো ছড়াবার আশঙ্কা থেকে যাচ্ছে।

কাউন্সিলের আরেক সদস্য রোসা জানান, পাহাড়ে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। এ পর্যন্ত ১৫০ জনকে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে। বেশ কিছু কুকুরকেও সরিয়ে নেওয়া হয়েছে। টেনেরিফের দুটি বিমানবন্দর এখনও কাজ করছে বলে জানা গেছে।

গত কয়েক সপ্তাহ ধরে প্রচুর শুকনো গরম পড়েছিল। ফলে বন একেবারে শুকিয়ে গিয়েছিল। গ্রীষ্মকালে এখানে বেশ কয়েকটি দাবানলের ঘটনা ঘটেছে। কিন্তু সেগুলো সফলভাবে নেভানো হয়েছিল। কিন্তু এবারের পরিস্থিতি ভয়াবহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *