স্ত্রী ও শিশু ছেলেকে গলাকেটে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রী ও শিশু ছেলেকে গলাকেটে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

অপরাধ জেলা

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী ও শিশু ছেলেকে গলাকেটে হত্যার দায়ে ফখরুল ইসলামের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ১৮ মে বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারক শামীমা পারভিন এ আদেশ দেন। একইসঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত। দন্ডপ্রাপ্ত ফখরুল ইসলাম নরসিংদী শহরের ঘোড়াদিয়া সঙ্গীতা এলাকার মো. সাইফুল্লার ছেলে। তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালে পারিবারিকভাবে পৌর শহরের দত্তপাড়া এলাকার পারভেজ মিয়ার মেয়ে রেশমীর সঙ্গে ফখরুলের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রেশমীর উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাতেন। ২০২১ সালের ১৩ ডিসেম্বর গভীর রাতে নিজ বাসায় স্ত্রী রেশমী আক্তার (২৬) ও তার দেড় বছরের ছেলে ফাহিম মাহমুদ সালমান সাফায়াতকে গলাকেটে হত্যা করেন ফখরুল। হত্যার পর অভিযুক্ত ফখরুল পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। হত্যার বিষয়টি টের পেয়ে ফকরুলের বড় ভাই শরীফ ধাওয়া দিয়ে এলাকাবাসীর সহায়তায় ব্রাহ্মন্দী এলাকা থেকে তাকে ধরে পুলিশের সোপর্দ করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নরসিংদী জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এমএন অলিউল্লাহ, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আসাদুজ্জামন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন রোজিনা আক্তার।
এপিপি মো. আসাদুজ্জামান বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট। আমরা মনে করি মামলার বাদী স্বল্প সময়ের মধ্যে সঠিক বিচার পেয়েছেন।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *