শেরপুর প্রতিনিধি:
মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর বিধবাপল্লীতে শহীদ জায়া ও বীরাঙ্গনাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা পুলিশের আয়োজনে আজ সকালে শহীদদের স্মৃতিতে নির্মিত ‘সৌরজায়া’ স্মৃতিসৌধের পাশে এই বিতরণ অনুষ্ঠিত হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার (এসপি) মোনালিসা বেগম পিপিএম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওয়াজ কুরুনী, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহনান তালুকদার প্রমুখ।
পরে শহীদ জায়া ও বীরাঙ্গনা ৩২ জন নারীকে নবাগত পুলিশ সুপারের পক্ষ থেকে ১টি শাড়ি, ৫ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন, ২ কেজি ডাল, ২০ কেজি চাল, ১ কেজি পিয়াজ, ২ কেজি আলু, ১ প্যাকেট পাউডার, ২ টি করে সাবান ও ১ বোতল নারিকেল তেল উপহার দেওয়া হয়।