সেপ্টেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরমাণু জ্বালানি আসবে

সেপ্টেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরমাণু জ্বালানি আসবে

অর্থনীতি জাতীয়

নিজস্ব প্রতিনিধি:

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কমিশন-রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কমিশন-রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ বলেছেন, আগামী সেপ্টেম্বরে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরমাণু জ্বালানি আসবে।

সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ জানান, শত বাধা অতিক্রম করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ এগিয়ে চলছে এবং আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে পারমাণবিক জ্বালানি।

বৈঠকে রোসাটমের মহাপরিচালক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সার্বিক অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানেও আলোচনা করেন।

করোনা মহামারি ও বৈশ্বিক সংকটের মধ্যেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ এগিয়ে নেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়ায় রাশিয়াকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে এবং যুদ্ধের পর বাংলাদেশের পুনর্গঠনে রাশিয়ার সহায়তার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। ভবিষ্যতেও রাশিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *