নিজস্ব প্রতিনিধি:
বলতে গেলে ২০২৩ সাল বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের বছর। এপ্রিলের হিসাবে, এ সম্পর্কে আর সন্দেহ প্রায় নেই বললেই চলে। গ্যালারির বাইরে ছক্কা দিয়ে বছর শুরু করেছিলেন। মহামারী এবং লকডাউনের পরে বলিউডের বক্স অফিস অক্সিজেন পেয়েছে ‘পাঠান’-এর হাত ধরে। শাহরুখ খানের কামব্যাক ফিল্ম ‘পাঠান’ দেশে-বিদেশে হাজার কোটি টাকারও বেশি ব্যবসা করেছে।
সেই সাফল্যের পর এবার বলিউডের ‘বাদশা’ মন দিয়েছেন ‘জওয়ান’-এ। ‘পাঠান’ ছবিতে সিক্রেট এজেন্টের ভূমিকার পর এবার ‘জওয়ান’-এ অ্যাকশন হিরোর ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। এখন পর্যন্ত খবরে, ‘জওয়ান’ ছবিতেও শাহরুখের দেশপ্রেমের ইতি ঘটছে না। পরের ছবিতেও নাকি সেনার পোশাকে দেখা যেতে চলেছে ‘বাদশা’কে।
তিন দশকেরও বেশি ক্যারিয়ারে প্রথমবারের মতো পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কাজ করতে যাচ্ছেন শাহরুখ। ছবির নাম ‘ডাঙ্কি’। গত বছরের এপ্রিলে ছবিটির ঘোষণা দেওয়া হয়। চলতি বছরের শেষ নাগাদ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। বলিউড অভিনেত্রী তাপসী পান্নু এই ছবিতে প্রথমবার শাহরুখের সঙ্গে কাজ করবেন। শোনা যাচ্ছে, ‘ডাঙ্কি’ ছবিতে আরও একবার সেনার পোশাক পরতে চলেছেন শাহরুখ। রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ আসলে স্বদেশে ফেরার গল্প।” এই ছবিতে সেনাবাহিনীর পোশাক পরে বেশ উচ্ছ্বসিত ‘বাদশা’ । যদিও নির্মাতারা ছবিটির গল্প বা ছবিতে তার চরিত্র প্রকাশ করতে চাননি।