সুপ্রীমকোর্টের আইনজীবী হলেন টাঙ্গাইলের অ্যাডভোকেট আব্দুর রহমান

সুপ্রীমকোর্টের আইনজীবী হলেন টাঙ্গাইলের অ্যাডভোকেট আব্দুর রহমান

জেলা

টাঙ্গাইল প্রতিনিধি :
টাংগাইল জেলার নাগরপুর উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের আব্দুর রহমান গত ২৩ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃপক্ষের সুপ্রীমকোর্টের হাইকোর্ট ডিভিশনের চূড়ান্ত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মহামান্য সুপ্রীমকোর্টের আইনজীবী হিসাবে তালিকা ভুক্তি হয়েছেন। আব্দুর রহমান বেকড়া আটগ্রাম ইউনিয়নের বারাপুষা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক গিয়াস উদ্দিনের একমাত্র ছেলে। সুপ্রীমকোর্টের আইনজীবী হয়েছেন এ খবর নাগরপুর এলাকায় ছড়িয়ে পরলে তিনি প্রশংসায় ভাসছেন।

বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব শওকত হোসেন জানান, বেকড়া আটগ্রাম ইউনিয়ন এলাকায় প্রথম বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবী হলেন। তার এই কৃতিত্বে বেকড়া ইউনিয়ন বাসী গর্বিত ও আনন্দিত।

এ বিষয়ে অ্যাডভোকেট আব্দুর রহমান জানান, মহামান্য সুপ্রীমকোর্টের আইনজীবী হিসেবে স্বীকৃতি পাওয়ায় প্রথমে মহান আল্লাহ কাছে লাখো কোটি শুকরিয়া জানাই এবং দেশের সেবায় এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *