ডেস্ক রিপোর্ট ঃ
যুক্তরাষ্ট্রকে পাঁচ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে প্রবেশ করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের দেওয়া ১০৪ রানের জবাবে বাংলাদেশ ১৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
বুধবার (১৮ জানুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে বোলারদের দক্ষতায় যুক্তরাষ্ট্রকে ১০৩ রানে সীমাবদ্ধ করে বাংলাদেশ। চতুর্থ ওভারে দিশা বিশ্বাসের শিকার হয়ে ৫ রানে মাঠে ফেরেন লাসিয়া মুল্লাপুদি। এরপর দিশা ধিংড়া ও স্নিগ্ধা পল গড়েন ৫৭ রানের জুটি।
পনেরোতম বলে টানা দুই বলে উইকেট হারায় দুজনে। স্বর্ণা আক্তারের শটে ২০ রান করে আউট হন দিশা। পরের বলে ২৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন স্নিগ্ধা পল।
এরপর গীতিকা কোদালি ও ইসানি ভাঘেলার জুটিতে সেঞ্চুরি করে যুক্তরাষ্ট্র। শেষ বলে ১৬ রান করে মারুফা আখতারের শিকার হন অধিনায়ক গীতিকা। ইসানি ১৭টি রানে অপরাজিত ছিলেন।