সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে উলামা পরিষদের বিক্ষোভ মিছিল

সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে উলামা পরিষদের বিক্ষোভ মিছিল

জেলা

শাহরিয়ার আহমেদ রিয়াজ, শরীয়তপুর প্রতিনিধি:
সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনার প্রতিবাদে শরীয়তপুর জেলা উলামা পরিষদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল করেছে শরীয়তপুর উলামা পরিষদসহ বিভিন্ন সংগঠন। আজ সকালে মিছিলটি শরীয়তপুর পালং উত্তর বাজার জামে মসজিদের সামনে থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শহরের ঢাকা-শরীয়তপুর মহাসড়ক প্রদক্ষিন শেষে শরীয়তপুর সদর পৌরসভা অডিটরিয়ামের সামনে গিয়ে এক বিক্ষোভ সমাবেশ করে। উক্ত সমাবেশে শরীয়তপুর জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মাওলানা শফিউল্লাহ খান, সহসভাপতি মাওলানা সাব্বির আহাম্মেদ উসমানী, হাফেজ মাওলানা কেরামত আলী, মাওলানা মাইন উদ্দিন কাশেমী, মাওলানা ইদ্রিস কাশেমী, তোফায়েল আহাম্মদ, মাওলানা নাইম আব্বাসী সহ অনেক আলিম উলামা বক্তব্য রাখেন। বক্তরা অনতিবিলম্বে সুইডেনের পন্য বর্জন ও সুইডেনের দুতাবাস বাতিলের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *