শ্রীনগরে সিজুয়ে কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

সিজুয়ে কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

জেলা

ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় স্বনামধন্য বিদ্যাপিঠ সিজুয়ে কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২শতভাগ বৃত্তি পাওয়ায় সেসব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় সিজুয়ে কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল প্রাঙ্গণে এ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শাহে আলম এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক জি এস মোঃ জয়নাল আবেদীন, শ্রীনগর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন।আরো উপস্থিত ছিলেন বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ কামাল ঝিল্লু, প্রফেসর প্রাণ বল্লভ সাহা, উপজেলা যুবলীগ নেতা মেহেদী হাসান রতন, সিজুয়ে কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের পরিচালনা পর্ষদের সদস্য মোফাজ্জল হোসেন, হাবিবুর রহমান, আব্দুর রহমান মৃধা কাজল, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফিরোজা বেগম, ঢাকা মহানগর উত্তর বিকল্প যুবধারার সভাপতি জাহাঙ্গীর আলম নিশি,উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদীন মৃধা জেমস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *