সিংগাইর হরিরামপুরবাসী হবে স্মার্ট জনগণ - এমপি মমতাজ

সিংগাইর হরিরামপুরবাসী হবে স্মার্ট জনগণ – এমপি মমতাজ

জেলা

এস.এম. নুরুজ্জামান, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম বলেছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সিংগাইর হরিরামপুর ২ আসন হবে শেখ হাসিনার প্রথম স্মার্ট আসন। আর এই এলাকার জনগণ হবে স্মার্ট জনগণ।
আজ দুপুরে হরিরামপুর উপজেলার গোবিনাথপুর কাঞ্চনপুর ও রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রি বার্ষিক সম্মেলনে হরিরামপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুর ইসলাম মিল্টন হোসেনর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ফরিদ মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড গোলাম মহিউদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ আসমান, সদস্য রোজিনা আক্তার, মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি, হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রউফ প্রমুখ।
এসময় এমপি মমতাজ আরো বলেন, ‘গত ৫ ০ বছরের অনেকেই এমপি হয়ে হরিরামপুর সিংগাইরে এসেছে। কিন্তু কেউ কোন উন্নয়ন করেনি। জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই এই এলাকায় অনেক উন্নয়ন হয়েছে। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবে হরিরামপুর উপজেলার জনগণ।
বসন্তের কোকিল হয়ে নয়। সত্যিকারের একজন জনগণের সেবক হয়ে এসেছি। সিংগাইর হরিরামপুর উপজেলার জনগণের সুখ দুঃখের ভাগী হতে। এই হরিরামপুরের জনগণকে পদ্মা ভাঙন থেকে বাঁচাতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছে। প্রত্যন্ত এলাকায় পাকা রাস্তা নির্মাণসহ ব্যাপক উন্নয়ন ঘটেছে এই ১৪ বছরে। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে পর এই এলাকার জনগণ হবে স্মার্ট জনগণ। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’
এসময় আরো উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা যুবলীগের সদস্য ফিরোজ আলম, সৌমিত সরকার মনা, মনিরুল ইসলাম খান মনি, সুবল সাহা, সামিউল আলীম খান রনি, যুবলীগ নেতা আল রাফী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক পদপ্রার্থী ইরাদ কৌরাইশি ইমন, পৌর ছাত্রলীগ নেতা মাহমুদুল হক শুভ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *