ফরিদপুর জেলা ,প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় মহান জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে গতকাল বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহীন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও জন প্রতিনিধিগণ।অন্যদিকে সালথায় আগামী ২০শে ফেব্রুয়ারী দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৩ পালন উপলক্ষ্যে উপজেলায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইফতেখার আজাদ এর সভাপতিত্বে স্বাস্থ্য বিভাগসহ সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
