চৌধুরী নুপুর নাহার তাজ, ষ্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় যোগদান করতে যাওয়ার সময় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় জেলা আওয়ামী লীগের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হুসাইন বিপু ও খানসামা উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাকেশ গুহের উপর অতর্কিত হামলা ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে দিনাজপুরের খানসামায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।
আজ দুপুরে উপজেলা ছাত্রলীগের আয়োজনে প্রতিবাদ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ ডাকবাংলোতে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহয়ের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহাবুব সুমন, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য খলিলুর রহমান, যুবলীগ নেতা হাজ্জাজ আল হাদী বড়বাবুসহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন ও কলেজ শাখা ইউনিটের নেতৃত্ববৃন্দ।
জানা যায়, বিএনপির পদযাত্রায় বাস যোগে যোগ দিতে যাওয়া নেতাকর্মীদের সাথে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হওয়ার পরেই ঐ রাস্তা দিয়ে যাওয়ার সময় বিএনপির কর্মীরা আওয়ামী লীগ নেতার গাড়ি দেখতে পেয়ে অতর্কিত হামলা করে।