সানির প্রস্তাব ফিরিয়ে দেয়ার নেপথ্যে ছিলো কি পুরোনো প্রেম!

সানির প্রস্তাব ফিরিয়ে দেয়ার নেপথ্যে ছিলো কি পুরোনো প্রেম!

বিনোদন

নিজস্ব প্রতিনিধি:

নব্বই দশকের বিখ্যাত জুটি সানি-অমৃতা। বলিউড অভিনেত্রী অমৃতা সিং সানির সঙ্গে বলিপাড়ায় ক্যারিয়ার শুরু করেন। ১৯৮৩ সালে, রোমান্টিক ঘরানার চলচ্চিত্র ‘বেতাব’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এই ছবি দিয়েই ক্যারিয়ার শুরু করেন দুই তারকা।

এত বছর পর অমৃতার মেয়েকে নিয়ে কর্ণের ক্যারিয়ার শুরু করতে চেয়েছিলেন সানি। সারা সাইফ আলি খান ও অমৃতা সিংহের মেয়ে।

২০১৯ সালে, সানির পরিচালনায় ‘পাল পাল দিল কে পাস’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ছবির মাধ্যমে বলিউডে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন করণ।

‘পাল পাল দিল কে পাস’-এ কর্ণের বিপরীতে মুখ্য ভূমিকার জন্য সারাকে বেছে নেন সানি। অমৃতাকে প্রস্তাবও দেন তিনি। কিন্তু অভিনেতার প্রস্তাবে রাজি হননি অভিনেত্রী।

সাক্ষাৎকারে সানি জানান, ারার জন্য প্রথম ছবির প্রস্তাব শোনার পর বিন্দুমাত্র সময় না নিয়ে সানির মুখের ওপর মানা করে দেন অমৃতা। এমন আচরণে অবাক হয়েছিলেন সানি। কিন্তু অমৃতাকে কিছু বলেননি তিনি।

শহের বাম্বাকে অবশেষে ‘পাল পাল দিল কে পাস’-এ কর্ণের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে।

২০১৮ সালে অভিষেক কাপুর পরিচালিত কেদারনাথে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করে সারা তার ক্যারিয়ার শুরু করেছিলেন।

অমৃতার সানির প্রস্তাব প্রত্যাখ্যান করায় আলোড়ন উঠেছে বলিপাড়ায়। তাদের ক্যারিয়ার শুরু করার পাশাপাশি সানি এবং অমৃতা সম্পর্কেও জড়িয়ে পড়েছিলেন বলে কানাঘুষো শোনা যায়।

কিন্তু সানির সঙ্গে অমৃতার প্রেম বেশিদিন টেকেনি। বলিউড সূত্রে খবর, সানি যে বিবাহিত তা আগে জানতেন না অমৃতা। সেই খবর প্রকাশ্যে আসার পরই অমৃতার সঙ্গে বিচ্ছেদ ঘটে সানির।

বলিপাড়ার একাংশের অনুমান, পুরনো প্রেম, তার পর বিচ্ছেদ- এসব কারণেই নাকি সানির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অমৃতা। অভিনেত্রী চাননি তার মেয়ে তার প্রাক্তন প্রেমিকের ছেলের সাথে তার ক্যারিয়ার শুরু করুক। তবে ঠিক কী কারণে অমৃতা সানির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *