সাতক্ষীরা কলারোয়া থানা পুলিশের অভিযানে ৩টি এয়ার গান ও কার্তুজ উদ্ধার

সাতক্ষীরা কলারোয়া থানা পুলিশের অভিযানে ৩টি এয়ার গান ও কার্তুজ উদ্ধার

জেলা

অমিত কুমার ঘোষ, সাতক্ষীরা প্রতিনিধি:
অবৈধভাবে পাচার কালে গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানা পুলিশের অভিযানে আজ রাত ৩.৩৫ মিনিটে দমদম মাঠ থেকে ৩টি এয়ারগান ও বিপুল পরিমান এয়ারগানের কার্তুজসহ আসামী মোঃ ইব্রাহিম হোসেন(৪০), পিতা-মোঃ রমজান আলী দালাল, সাং-পারের কায়বা, থানা-শার্শা, জেলা-যশোর’কে গ্রেফতার করা হয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান একান্ত সাক্ষাৎকারে বলেন, সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান পিপিএম স্যারের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে কলারোয়া থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। কোন প্রকার চোরাকারবারি , মাদক ব্যবসায়ী, সামাজিক বিশৃঙ্খলাকারীকে ছাড় দেওয়া হবে না। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। জুন ২০২৩ খুলনা রেঞ্জে অপরাধ পর্যালোচনা সভায় রেকর্ড ব্রেক পরিমাণ মাদক উদ্ধার ও অপরাধ দমনে বিশেষ অবদান রাখার কলারোয়া থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে খুলনা রেঞ্জের ডিআইজি মহোদয় সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *