ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম রাউন্ডে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ১৭৭ রান করেছে। এই ম্যাচে ৪৫ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।
তিনে হেরে যাওয়া চতুরাঙ্গা ডি সিলভা সাজঘরে ফিরেছেন ২১ বলে ১২ রানের ইনিংস খেলে। এরপর দলের হাল ধরেন সাকিব। ৪৫ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৮১ রান করে অপরাজিত ছিলেন সাকিব।
কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন তানভীর ইসলাম। মোট ৬ উইকেট হারিয়ে বরিশাল কুমিল্লাকে দিয়েছে ১৭৮ রানের বিশাল টার্গেট।