নিজস্ব প্রতিনিধি:
সাইবার হামলার হুমকি এড়াতে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ১১ দফা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১০ আগস্ট) ব্যাংকটি এ সংক্রান্ত নির্দেশনা জারি করে প্রতিষ্ঠানগুলোকে।
৭ আগস্ট সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে সাইবার নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।
সার্কুলার অনুসারে, সাইবার হামলা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো (সিআইআই), ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত করতে পারে। ছোট বা মাঝারি সাইবার হামলা প্রতিরোধে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে প্রস্তুত থাকতে হবে।
সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের দেওয়া নির্দেশনার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ২৪ ঘণ্টা, বিশেষ করে অফিস সময়ের বাইরে নেটওয়ার্ক অবকাঠামো পর্যবেক্ষণ করা এবং কেউ তথ্য সরিয়ে ফেলছে কিনা সেদিকে নজর রাখা জরুরি। সাইবার হামলা কমাতে বিভিন্ন ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়াও, নেটওয়ার্কে অনিরাপদ ক্রিয়াকলাপ শনাক্ত করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য ওপেন ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি প্রজেক্টের (ওডব্লিউএএসপি) সর্বশেষ নির্দেশিকা অনুসরণ করতে হবে।
বিজিডি ই-গভ সার্ট বাংলাদেশকে লক্ষ্য করে সাম্প্রতিক কিছু উল্লেখযোগ্য সাইবার হামলার উল্লেখ করেছে। এর মধ্যে রয়েছে একটি হ্যাকার গ্রুপ দাবি করেছে যে পেমেন্ট গেটওয়ে, আইন প্রয়োগকারী সংস্থা এবং বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে ১ আগস্ট সাইবার হামলা হয়েছে।