নিজস্ব প্রতিনিধি:
ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় ঢাকার সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে গ্রেপ্তারের বিষয়ে নতুন ব্যাখ্যা দিয়েছে। তারা বলছেন, শিশু নির্যাতনের অভিযোগে শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে শামসুজ্জামানের জীবনমান নিয়ে প্রতিবেদন লেখায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে; এই তথ্য সম্পূর্ণ ভুল এবং বানোয়াট। শিশু নির্যাতন ও শোষণের অভিযোগে ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।
এতে বলা হয়, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জীবনযাত্রার ব্যয় নিয়ে দৈনিক প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। এসব প্রতিবেদন লেখার জন্য কাউকে গ্রেফতার করা হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিক শামসুজ্জামান ৯ বছরের এক শিশুকে ১০ টাকা দিয়ে ওই শিশুকে তার ভাষ্য বলিয়েছেন; পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে শিশু নির্যাতন এবং শোষণ বলে মনে করেন । একই সঙ্গে মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের স্বাধীনতাকে হেয় করার চেষ্টা করেছেন; এ ধরনের কর্মকাণ্ডও অবশ্যই অপরাধমূলক। সরকার প্রতিটি নাগরিকের বাক স্বাধীনতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু প্রতারণামূলক কাজের মাধ্যমে সামাজিক অস্থিরতা সৃষ্টি করা সৎ সাংবাদিকতার বিপরীত।