ডেস্ক রিপোর্ট:
সকল দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠুভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় সংসদ এর সদস্যদের ভোটে নির্বচিত করে নির্বাচনকালীন ‘সর্বদলীয় সরকার’ গঠনের রূপরেখা নিরপেক্ষভাবে বিবেচনার জন্য জাতির সম্মুখে প্রয়োজনীয় রূপরেখা উপস্থাপন করে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি।
২৩ আগস্ট বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আযোজিত এক সংবাদ সম্মেলনে এই রূপরেখা তুলে ধরেন নেতৃবৃন্দ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিরাজমান জাতীয় সংকট উত্তরণ ও জনসমর্থনের প্রত্যাশায় সকল দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্য থেকে ১১ জন প্রার্থীকে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নির্বাচিত করে নির্বাচনকালীন ‘সর্বদলীয় সরকার’ ব্যবস্থার নিরপেক্ষভাবে বিবেচনার জন্য এই রূপরেখা যথাযথ বলে মনে করেন দলের নেতৃবৃন্দ।
এসময় বিএইচপি’র চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান ও মহাসচিব ড. সুফি সাগর সামসসহ দলের বিভিন্ন পর্যাযের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।