সরিষাবাড়ীর পোগলদিঘা পোস্ট অফিসে চুরি

সরিষাবাড়ীর পোগলদিঘা পোস্ট অফিসে চুরি

জেলা

মোস্তাক আহমেদ মনির, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে পোস্ট অফিসে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে অবস্থিত পোগলদিঘা অবিভাগীয় শাখা ডাকঘরে এ চুরির ঘটনা ঘটে। চোর জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে বলে ধারনা করা হচ্ছে। সরকারী অফিসে এমন চুরির ঘটনায় আতঙ্কে আছে সাধারণ মানুষ।

পোগলদিঘা পোস্ট মাস্টার লিমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিদিনের মতো কাজ শেষ করে পোস্ট অফিস বন্ধ করে বাড়ীতে চলে যাই। পরদিন সকালে অফিসে এসে দেখি পশ্চিম পাশের জানালার গ্রীল কাটা। আলমারী খোলা, কাগজপত্র মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আইপিএস ও ব্যাটারী নেই, লকারের তালা কাটা অবস্থায় নিচে পরে আছে। পরে বিষয়টি আমার উর্ধতন কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানাই। চোর জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করেছে বলেও জানান তিনি।

পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বলেন, পোস্ট মাস্টারের মাধ্যমে বিষয়টি আমি জেনেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *