সরিষাবাড়ীতে সংগ্রামী সদস্যের কম্বল উপহার দিলো গ্রামীন ব্যাংক

জেলা

 

মোস্তাক আহমেদ মনির, জামালপুর ঃ

জামালপুরের সরিষাবাড়ীতে সংগ্রামী, দরিদ্র, অসহায় সদস্যদের মাঝে নতুন কম্বল উপহার দিলো গ্রামীণ ব্যাংক। বুধবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে অবস্থিত পোগলদিঘা শাখার উদ্যোগে এ কম্বল বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, গ্রামীন ব্যাংকের সরিষাবাড়ী এরিয়া ম্যানেজার মোঃ আমিনুর রহমান, পোগলদিঘা গ্রামীন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ জুলফিকার আলীসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এসময় গ্রামীন ব্যাংকের সরিষাবাড়ী এরিয়া ম্যানেজার মোঃ আমিনুর রহমান বলেন, এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে গ্রামীন ব্যাংক এর পক্ষ থেকে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।

সংগ্রামী সদস্য ময়ফুল, রমিছা ও শাহ আলম বলেন, আমরা বয়সের কারনে কিছু করতে পারি না। মানুষের কাছ থেকে যা পাই তাই নিয়ে কোনোমতে খেয়ে পড়ে চলি। এই যে শীত যাচ্ছে কেউ একটা কাপড় দেয়নি। আজ আমার গ্রামীন ব্যাংক এর থেকে কম্বল উপহার দিছে। এবারের শীতের একমাত্র এই কম্বলই আমার সম্বল। এই কম্বল পেয়ে শীতে আর কষ্ট করতে হবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *