মোস্তাক আহমেদ মনির, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৩ শতাধিক দরিদ্র, অসহায় নিম্নআয়ের মানুষ ও শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। আজ দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া বাসস্টেশন এলাকায় এ খাদ্য বিতরন করা হয়। খাদ্য বিতরন করেন তাকওয়া পরিবহনের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মঈনুল ইসলাম ময়নাল।
এর আগে সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে পৌর এলাকার বাউশী পপুলারে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন মঈনুল হোসেন ময়নাল।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, যুবলীগ নেতা আশরাফুল ইসলাম রানা, সম্রাট হাসান প্রমুখ।