জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এর যোগদান উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বীর প্রতিক আব্দুল হাকিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি লুৎফর রহমান লুলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার এ এস এম তাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ।
