সরিষাবাড়ীতে পোগলদিঘা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা

সরিষাবাড়ীতে পোগলদিঘা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা

জেলা

মোস্তাক আহমেদ মনির, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে ২নং পোগলদিঘা ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ দুপুর ১২ টার দিকে ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত বাজেট সভায় ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক এ বাজেট ঘোষনা করে।
এসময় পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বাজেট হিসেবে রাজস্ব আয় ৬০ লক্ষ ৭১ হাজার ৯৩৭ টাকা, রাজস্ব ব্যয় ৪৫ লক্ষ ৫৯ হাজার ২২৩ টাকা। রাজস্ব উদ্বৃত্ত ১৫ লক্ষ ১২ হাজার ৭১৪ টাকা। এছাড়া উন্নয়ন আয় হিসেবে ৪ কোটি ৫১ লক্ষ ৫৭ হাজার ৬৪৫ টাকা, উন্নয়ন ব্যয় হিসেবে ২ কোটি ৬১ লক্ষ ১৩ হাজার ২৪৪ টাকা, উন্নয়ন উদ্ধৃত ১ কোটি ৯০ লক্ষ ৪৪ হাজার ৪০১ বাজেট ঘোষনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পোগলদিঘা ইউপি সচিব রফিকুল ইসলাম, ইউপি সদস্য আমির হোসেন মন, মোবারক আলী, কহিনুর মিয়া, লাল মিয়া, মহিলা ইউপি সদস্য নূরী বেগম, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে।
এসময় ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বলেন, পোগলদিঘা ইউনিয়ন পরিষদের সকল শ্রেণি ও নানা পেশার মানুষের অংশগ্রহণে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেট পোগলদিঘা ইউনিয়ন পরিষদকে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *