মোস্তাক আহমেদ মনির, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মান্নান ফকির (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান ফকির ধারাবর্ষা গ্রামের মৃত ইদু ফকিরের ছেলে বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে বাড়ির পাশে ধানক্ষেতে কাজ করার জন্য বের হন কৃষক মান্নান। বিকেলের দিকে তার পিপাসা পেলে পাশের সেচ পাম্পে পানি পান করতে যান। এসময় বিদ্যুতের খুঁটির তারে হাত লেগে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই আবুল কালাম বলেন, আমরা এক সাথেই জমিতে কৃষি কাজ করতে গিয়েছিলাম। কাজের ফাঁকে মান্নান পানি খেতে ক্ষেতের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে হাত দিলে বিদ্যুতায়িত হন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সালেহা প্রিয়াঙ্কা বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল মান্নানকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুু খবর পেয়েছি। তবে এই বিষয়ে এখনো লিখিত ভাবে কেউ কোনো অভিযোগ করেনি।
