মোস্তাক আহমেদ মনির, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে দরিদ্র অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ধারাবাহিক সহযোগিতার অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গনে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি এ উপহার সামগ্রী তুলে দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সাদ্দাম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, থানার ভারপ্রাপ্ত অফিসার মুহাম্মদ মহাব্বত কবীর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি ভিপি, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন চাকলাদার, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।
এসময় প্রতিজনকে ঈদ উপহার হিসেবে, চাল, ডাল, লবন, চিনি, তেল ও মসলা হিসেবে মরিচ গুড়া, হলুদ গুড়া ও ধনিয়া গুড়া দেয়া হয়।
এসময় এমপি মুরাদ হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছে অনুযায়ী সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছি। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি গ্রামের দরিদ্র অসহায় নিম্নআয়ের মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঈদ উপহার পৌঁছে দেয়া হবে। কোনো অসহায় মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেদিক লক্ষ্য রেখেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন।
