বিশ্বমানের চিকিৎসা নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

জাতীয়

ডেস্ক রিপোর্ট ঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার সবার জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সবাই যাতে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। তিনি সারা দেশে ১৩টি জেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ৪৫টি কমিউনিটি চক্ষু কেন্দ্র চালু করেছেন।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে কার্যত এসব কমিউনিটি ভিশন সেন্টারের তৃতীয় ধাপের উদ্বোধন করেন। যার মাধ্যমে এর সংখ্যা পৌঁছেছে ১৩৫।

রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আয়োজিত মূল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন তিনি। এছাড়া ভোলার চরফ্যাশন, বরগুনা আমতলী, চট্টগ্রাম বাঁশখালী ও কক্সবাজার কমিউনিটি ভিশন সেন্টারগুলো কার্যত অনলাইনে চলে গেছে। সেখানে তিনি সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়ও করেন।

এ উপলক্ষে প্রধানমন্ত্রী চট্টগ্রামে বাশখালী উপজেলা আওয়ামী লীগের নবনির্মিত প্রধান কার্যালয় উদ্বোধন করেন এবং এই কার্যালয় তার দলের নীতি ও আদর্শ জনগণের মধ্যে ছড়িয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

৪৫টি কমিউনিটি ভিশন সেন্টার খোলার পর, তিনি বলেছিলেন যে তিনি এর আগে দুই ধাপে ৯০টি কেন্দ্র খুলেছিলেন এবং তার সরকার ধীরে ধীরে সারা দেশে কমিউনিটি ভিশন সেন্টার গড়ে তোলার পরিকল্পনা করছে যাতে সকল মানুষ আধুনিক চক্ষুসেবা এবং বিনামূল্যে উন্নত সেবা পায়।

স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে এবং সব বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে (ডিএমসি) ৫ হাজার ধারণক্ষমতার হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। কোভিড-১৯ মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমরা এখনো ঢাকা মেডিকেল কলেজের মানোন্নয়নের কাজ শুরু করিনি। আশা করছি দ্রুত কাজ শুরু করতে পারব।

প্রধানমন্ত্রী এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপে ৯০টি কমিউনিটি ভিশন সেন্টার খুলেছিলেন যা বিনামূল্যে আধুনিক ও উন্নত চক্ষুসেবা প্রদানের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় রোল মডেল হয়ে উঠেছে।

সম্প্রতি চালু হওয়া কমিউনিটি ভিশন সেন্টারগুলোর মধ্যে বরিশাল বিভাগে ২০টি, চট্টগ্রাম বিভাগে ২০টি, রাজশাহী বিভাগে চারটি এবং খুলনা বিভাগে একটি রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *