নিজস্ব প্রতিনিধি:
দেশের সব জেলায় একের পর এক ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি। কিন্তু সবাই ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। ডেঙ্গু ছড়ানো এডিস মশা নিধন বা রোগীদের চিকিৎসার জন্য ঢাকায় কার্যক্রম থাকলেও ঢাকার বাইরে তেমন কোনো কার্যক্রম নেই। এমনকি সরকারি হাসপাতালে সরকারি নির্দেশিকাও মানা হয় না।
ডেঙ্গু রোগীদের নির্ণয়ের সুবিধার্থে ১৩ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের এক গণবিজ্ঞপ্তিতে সব সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার মূল্য ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকা নির্ধারণ করা হয়। সব সরকারি হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। এছাড়াও, মেডিকেল স্কুল এবং বিশেষায়িত হাসপাতালে ডেঙ্গু নিবেদিত কক্ষ স্থাপন করা হয়েছে। কিন্তু অনেক সরকারি হাসপাতালেই ডেঙ্গু কর্নার নেই। মেডিকেল কলেজ হাসপাতালেও ডেঙ্গু পরীক্ষার জন্য নির্ধারিত মূল্যের চেয়ে ৬ গুণ বেশি টাকা দিতে হচ্ছে।