সব বিভাগে বৃষ্টির আভাস থাকলেও কিছু অঞ্চলে বইছে তাপপ্রবাহ

সব বিভাগে বৃষ্টির আভাস থাকলেও কিছু অঞ্চলে বইছে তাপপ্রবাহ

জাতীয়

নিজস্ব প্রতিনিধি:

দেশের সব বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
বুধবার (২৪ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে খুলনা বিভাগসহ মাদারীপুর, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। অন্যদিকে, বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পরিস্থিতি জানানো হয়েছে, এই সময়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *