সপ্তমবারের মতো কোরআন তেলাওয়াত করতে রাবাত যাচ্ছেন শাইখ আহমাদ

সপ্তমবারের মতো কোরআন তেলাওয়াত করতে রাবাত যাচ্ছেন শাইখ আহমাদ

ধর্ম

নিজস্ব প্রতিনিধি:

আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থার (ইক্বরা) সভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী মরক্কোর রাজা মুহাম্মদ (ষষ্ঠ) এর আমন্ত্রণে পবিত্র কোরআন তেলাওয়াতের জন্য রাবাতে যাচ্ছেন।

রোববার (২ এপ্রিল) রাতে তিনি রাবাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী সপ্তমবারের মতো কোরআন তেলাওয়াত করতে রাবাতে যাচ্ছেন।

২০১৪ সাল থেকে, তিনি মরক্কোর রাজার অতিথি হিসাবে প্রতি বছর রমজানে রাবাতে যেতেন। করোনা মহামারীর কারণে তিন বছর বন্ধ থাকায় এ বছর আবার শুরু হতে যাচ্ছে ঐতিহাসিক এই আয়োজন। কারি আহমাদ ইউসুফ আজহারী বাংলাদেশের বিশুদ্ধ তেলাওয়াত ও কিরাতের প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক কারি মুহাম্মদ ইউসুফ (র.) এর বড় ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *