ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
বিক্ষুদ্ধ সনাতনী সমাজ ও কৈভূল্য ভূম আশ্রম ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রামঠাকুর মন্দিরের সভাপতি রঞ্জন রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, জেলা প্রশাসক রহস্যজনক কারণে শহরের পূর্ব পাইকপাড়াস্থিত সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান রামঠাকুর মন্দির লাগোয়া ৪ শতাংশ জায়গা জনৈক অনিল মল্লিকের নামে তড়িঘড়ি করে লীজ দিয়ে জনস্বার্থ বিরোধী কাজ করেছেন। তারা বিধবা ও পুত্রহীন ফুলরানী মল্লিকের নামে তা লীজভুক্তসহ উক্ত ভূমি জনকল্যানে ব্যবহারে মন্দিরকে হস্তান্তর করতে জেলা প্রশাসকের নিকট দাবী জানান। আগামী ১৫ দিনের মধ্যে দাবী মানা না হলে কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুজন দত্ত, ব্রাহ্মণবাড়িয়া ইসকনের অধ্যক্ষ প্রবীর কুমার ভ্রমচারি, জাতীয় পূজা উদ্যাপন পরিষদের সদস্য সুমেশ চন্দ্র প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয় ।
