নিজস্ব প্রতিনিধি:
দলবদলের বাজারে কত গুঞ্জন শোনা যায়। প্যারিস সেন্ট জার্মেই ছাড়ছেন নেইমার, এমনই গুঞ্জন ছিল। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরকে আমলে নিলে সেই গুঞ্জনই সত্যি হতে চলেছে। সৌদি আরবের লিগে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দুই বছরের চুক্তিতে আল হিলালে তার যোগদান সময়ের ব্যাপার মাত্র!
বিবিসি জানায়, নেইমারের ব্যাপারে পিএসজির সঙ্গে সমঝোতা হয়েছে পিএসজি। ৩১ বছর বয়সী ফরোয়ার্ড স্বাস্থ্য পরীক্ষা পাস এবং প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর করার পরেই দলবদল চূড়ান্ত করা হবে। এই দুই বছরে বেতন বাবদ ১৬০ মিলিয়ন ইউরো পাবেন তিনি। এছাড়া ২০১৭ সালে দলবদলের রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো দিয়ে নেইমারকে কেনা পিএসজি পেতে যাচ্ছে ১০০ মিলিয়ন ইউরোর কাছাকাছি অর্থ।
গুঞ্জন ছিল, নেইমার আল হিলালের সঙ্গে চুক্তি করে এক বছর সেখানে খেলে বার্সেলোনায় ফিরবেন। অথবা আল হিলাল তাকে কিনে ধারে বার্সাকে দিয়ে দেবে। ওই ধারের মেয়াদ শেষ করে সৌদি লিগে ফিরবেন চুক্তিতে এমন শর্ত থাকবে। ওই গুঞ্জন উড়িয়ে দেওয়া হয়েছে।
পিএসজির নতুন কোচ লুইস এনরিকে। স্প্যানিশ কোচের অধীনে বার্সেলোনায় খেলেছেন নেইমার। ভাবা হয়েছিল নেইমারকে রেখেই দল গোছানো হবে। কিন্তু ঘটল উল্টোটা। নেইমারের ইনজুরি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয় বিবেচনা করে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দলে রাখতে রাজি নন এনরিকে। অর্থাৎ পিএসজিতে নেইমারকে নিয়ে কোনো পরিকল্পনা নেই স্প্যানিশ কোচের। ফলে বার্সেলোনায় ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিলো। কিন্তু নেইমারকে নিয়ে আগ্রহ দেখায়নি বার্সেলোনা। এরপর আলোচনায় আসেন আল হিলাল। এখন সেটা সত্যি হতে চলেছে।
বদলির হিসাব নিলে এখনও বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় নেইমার। তিনি ২০১৭ সালে বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোর জন্য পিএসজিতে যোগ দেন। যদিও এত দামের প্রতিদান দিতে পেরেছেন সামান্যই।
নেইমারকে আনুষ্ঠানিকভাবে আগামী সপ্তাহে উপস্থাপন করবে সৌদি প্রো লিগ। রোনালদো, বেনজেমা, সাদিও মানের পর সৌদি লিগের সেরা সাইনিং হতে যাচ্ছেন নেইমার।