নিজস্ব প্রতিনিধি:
ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শনিবার (২০ মে) রাতে শুটিং শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, রাতে শুটিং শেষ করে মোটরসাইকেলে করে পানিহাটির বাড়ি ফিরছিলেন সুচন্দ্রা। বরাহনগর থানার ঘোষপাড়ার কাছে একটি লরি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেত্রীর।
জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে বিটি রোডে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এছাড়া সংবাদে প্রকাশিত প্রত্যক্ষদর্শীদের মতে, অনলাইনে বাইকটি বুকিং করেছিলেন অভিনেত্রী সুচন্দ্রা। বরানগর মোড়ের কাছে সিগন্যালে ওই বাইকের সামনে এসে পড়ে একটি সাইকেল। বাইক চালক ব্রেক করলে সুচন্দ্রা নিচে পড়ে যায়, এ সময় পেছন থেকে একটি দশ চাকার লরি তাকে পিষে দেয়। হেলমেট পরেছিলেন অভিনেত্রী। কিন্তু তা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়।