নিজস্ব প্রতিনিধি:
বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়।
মঙ্গলবার (২১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শওকত মাহমুদকে বহিষ্কারের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে শওকত মাহমুদের বিরুদ্ধে কেন কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না মর্মে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। তিনি পেশাজীবী সমাজের ব্যানারে সমাবেশ ডেকে সরকারের পতনের আহ্বান জানান। সেই প্রেক্ষাপটে ওই সমাবেশের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির নেতারা।