সংবিধান সংশোধন করতে হবে-জাতীয় পার্টির মহাসচিব

রাজনীতি

ডেস্ক রিপোর্ট ঃ

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, বাংলাদেশের সব ক্ষমতা একজনের হাতে । সব ক্ষমতা এক ব্যক্তির হাতে থাকলে তা হবে স্বৈরাচার । ক্ষমতার ভারসাম্য অপরিহার্য হয়ে পড়েছে। প্রয়োজনে ক্ষমতার ভারসাম্য সৃষ্টির জন্য সংবিধান সংশোধন করতে হবে। শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে ‘কৌশলগত পরিকল্পনা ফর এমপাওয়ারমেন্ট’ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যদের মুখ বন্ধ। আবার ক্ষমতাসীন দলের প্রধান যিনিই হন তিনিই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাহী বিভাগের প্রধান। তিনি আইনসভার প্রধানও। সংবিধানের ৪৮ অনুচ্ছেদের কারণে রাষ্ট্রপতি প্রায় সব সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করতে বাধ্য। তাই সাংবিধানিকভাবে সকল ক্ষমতা এক ব্যক্তির উপর ন্যস্ত।

সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেছেন, দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, দর কষাকষি ও দলাদলির কারণে দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির প্রতি আস্থা প্রকাশ করেনি। দেশের মানুষ আর আওয়ামী লীগ ও বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বিরুদ্ধে বিকল্প শক্তি দেখতে চায়। আওয়ামী লীগ ও বিএনপির বিরুদ্ধে বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকে দেখতে চায় দেশের মানুষ। তাই জাতীয় পার্টিকে আরও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান এমপি মুজিবুল হক চুন্নু।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *