শ্রীপুরে তারের বেড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের

শ্রীপুরে তারের বেড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের

জেলা

শ্রীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামে নিজের ধান ক্ষেতের পাশের বিদ্যুতায়িত তারের বেড়ায় জড়িয়ে প্রাণ গেছে এক কৃষকের। আজ বেলা ১১টায় ওই কৃষকের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

তারের বেড়ায় জড়িয়ে মারা যাওয়া কৃষক জামাল উদ্দিন কর্ণপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে। ৭ আগস্ট সোমবার সন্ধ্যা থেকে কোন খোঁজ ছিল না তার। গতকাল সকালে ধান ক্ষেতের পাশে বিনিময় লিমিটেড নামের প্রকল্পের জিআই তারের বেড়ায় জড়ানো অবস্থায় জামাল উদ্দিনের মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

কৃষক জামাল উদ্দিনের বড় ভাই মো: রজব আলী জানান, ‘সোমবার বিকেলে জমিতে লাগানো ধান ক্ষেত দেখতে যান জামাল উদ্দিন। রাতে বাড়ি ফিরে না আসায় আত্মীয় স্বজনদের বাড়ি খোঁজ খবর নেওয়া হয়। তাকে বিভিন্ন জায়গায় আত্মীয়-স্বজনরা খোঁজ করেন। মঙ্গলবার সকাল ৮ টায় স্থানীয় এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে জিআই তারের বেড়ায় জড়ানো জামাল উদ্দিনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় হয়।’

তিনি বলেন, একটি অবৈধ ভাবে টানা বৈদ্যুতিক তার ওই জিআই তার বেড়ার উপর থাকায় আগে থেকেই বিদ্যুতায়িত হয়েছিল বেড়াটি। হয়তো ধান ক্ষেতে গিয়ে জামাল উদ্দিন ওই বেড়ায় বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।

বিনিময় নামের ওই প্রকল্পটিতে গরু পালন করা হচ্ছে। প্রকল্পের কর্তারা সেখানে থাকেন না। এ বিষয়ে প্রকল্পের ভেতরে থাকা কর্মীরা কোনো বক্তব্য দিতে রাজি হননি।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজমুল করিম বলেন, সীমানার জন্য দেয়া তারের বেড়ায় বিদ্যুতায়িত হয়ে ওই বৃদ্ধ মারা গেছেন। মরদেহের সুরতহাল করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *