ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জ:
শ্রীনগরে বাড়ৈগাঁও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১০টায় বাড়ৈগাঁও ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয় । বাড়ৈগাঁও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিন আক্তার এর সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই শিকদার,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য গোলাম মোস্তফা শেখ ,আটপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন টিপু, আজীবন দাতা সদস্য আলহাজ্ব গোলাম মোস্তফা রিপন,বিশিষ্ট সমাজ সেবক সোলেমান শেখ,আজীবন দাতা সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান হাবু, মোঃ ইউসুফ আহমদ ফিরোজ,ম্যানেজিং কমিটির সদস্য যুব মহিলা লীগ নেত্রী মর্জিনা বেগম মুন্নী,আটপাড়া ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি সিদ্দিকুর রহমান,বাড়ৈগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ বাদল মাদববর,জিএম আহসান (টিপু), সমাজ সেবক জি,এম, সাজেদ মামুন।
বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কল্যান সমিতির সদস্য হাজী মোঃ জোনায়েত হোসেন মাঝি, নূরে আলম মাদববর, ইউপি সদস্য তপন হাওলাদার, হাজী মোঃ আঃ ছাত্তার, শ্রীনগর সরকারি কলেজ ছাত্রলীগ সাবেক সহ-সম্পাদক তামিম মৃধা, বিশিষ্ট সমাজ সেবক জসিম দেওয়ান,আটপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা সেলিম শিকদার এবং বিদ্যালয়ের ছাএ ছাএী অভিভাবক বৃন্দ। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।