ফরহাদ হোসেন জনি, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের নিজস্ব খেলার মাঠটি এখন ডোবা পুকুরে পরিণত হয়েছে। শ্রীনগর সদর ইউনিয়ন এর ৫নং ওয়ার্ডের শ্রীনগর কলেজ রোড এর পাশেই এ খেলার মাঠটি অবস্থিত। নিয়মিত আশে পাশের ভবনের ময়লা, ড্রেনের ময়লা পানি গিয়ে মাঠে জমে কচুরি জন্মে ডোবা পুকুরে পরিণত হয়েছে, দেখে বোঝার জো নেই এটি খেলার মাঠ।
স্থানীয়দের দাবি সঠিক নজরদারির অভাবে এ খেলার মাঠটি এ বেহাল অবস্থায়। রিফাত হোসেন নামক এক স্কুল পড়ুয়া শিক্ষার্থী বলেন, আমরা এ মাঠে নিয়মিত খেলতে আসি আবাসিক ভবনে বসবাসরত লোকজন সবসময় এ মাঠের কোনা গুলোতে আবর্জনা ফেলে, আবার এসব ভবনের ড্রেনের ময়লা পানি মাঠে এসে কচুরি জন্মে গেছে আর দুর্গন্ধ তো আছেই, কর্তৃপক্ষের কাছে অনুরোধ যেন এ মাঠটির দিকে যেন নজর দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ভবন মালিকরা সঠিক ড্রেনেজ ব্যবস্থা না রাখায় ড্রেনের ময়লা পানি মাঠে গিয়ে পড়ছে, বাচ্চারা পুরে মাঠে খেলতে পারে না। এমন ভাবে চলতে থাকলে এ মাঠে খেলার পরিবেশ থাকবে না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রীনগর কলেজ রোডের পাশেই অবস্থিত এ খেলার মাঠের কোনায় কোনায় ময়লার ভাগাড়, রোডের নিচ দিয়ে বাড়ির ড্রেনের ময়লা পানি গড়িয়ে যাচ্ছে। মাঠে মাঠে জমা কালো পানিতে মশার উপদ্রব ও ওই পানিতে আবার জন্মেছে কচুরি, দেখে বোঝার অবস্থা নেই যে এটি খেলার মাঠ।
এবিষয়ে শ্রীনগর সদর ইউনিয়ন এর ৪নং ওয়ার্ড ইউপি সদস্য হুমায়ুন হোসেন বলেন, আপনার মাধ্যমে জানতে বিষয়টি পারলাম, কর্তৃপক্ষকে অবগত করে ব্যবস্থা নিব।
এ বিষয়ে শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃআবুল হোসেন বলেন মৌখিক ভাবে অনেকবার বাড়িওয়ালাদের বল্লেও উদ্যোগ নিলেও সঠিক ভাবে বাস্তবায়ন হয়নি।