শোক দিবসে কাঙ্গালী ভোজের জন্য সদর সুবর্ণচরের ইউনিয়ন গুলোতে ২৩ টি গরু বিতরণ

শোক দিবসে কাঙ্গালী ভোজের জন্য সদর সুবর্ণচরের ইউনিয়ন গুলোতে ২৩ টি গরু বিতরণ

জেলা

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট শিহাব উদ্দিন শাহিন এর উদ্যোগে গরিব অসহায় সাধারণ মানুষের জন্য কাঙ্গালী ভোজের আয়োজন করা হচ্ছে। জেলার সদর সুবর্ণচর উপজেলার একাধিক স্থানে এই ভোজ অনুষ্ঠিত হবে। আজ এডভোকেট শিহাব উদ্দিন শাহিন এর নিজ বাস ভবন হতে সদর, সুবর্ণচর উপজেলার নেতাকর্মীদের কাছে সংশ্লিষ্ট ইউনিয়নের ভোজের জন্য ২২টি গরু ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ১টি গরু সর্বমোট ২৩ টি গরু বিতরণ করেন। পাশাপাশি সার্বিক খরচের জন্য প্রতি ইউনিয়নে ২৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেন। সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের জন্য আরো ৩০ হাজার টাকা প্রদান করেন। এছাড়াও সুবর্ণচর উপজেলার বড় তিনটি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের জন্য নগদ ২০ হাজার টাকা করে প্রদান করেন।

এড. শিহাব উদ্দিন শাহিন বলেন, ‘বঙ্গবন্ধু এ দেশের স্বাধীনতা এনেছেন। তাই তার স্মৃতির প্রতি ও সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আমি এই আয়োজন করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *