শেরপুরে পবিত্র ঈদ-উল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শেরপুরে পবিত্র ঈদ-উল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জেলা

আনিছ আহমেদ, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক সভায়, ঈদ জামাত, ঈদের দিন, ঈদে যানবাহন চলাচল সম্পর্কিত, ঈদকে সামনে রেখে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা বিষয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। ঈদকে পুঁজি করে সড়ক পরিবহন মালিক ও শ্রমিকরা ঈদযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে এক জনদূর্ভোগের পরিনত করা হয়। এতে যাত্রীদের কাছ থেকে ভাড়া কমিয়ে এবং সহনীয় পর্যায়ে আনা ও স্বাচ্ছন্দে নিরাপদ সড়কে চলাচল নিশ্চিত করা। পাশাপাশি সিএনজি ভাড়া নিয়ন্ত্রণে আনা, ঈদ যাত্রীদের নির্বিঘ্নে চলাচল ব্যবস্থা করা এবং জেলার পাঁচ উপজেলায় ঈদ উপলক্ষে পুলিশী নিরাপত্তা জোরদার করা সহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
ঈদে বাড়ি আসা যাত্রী ও ঈদ ফেরত যাত্রীদের কাছ থেকে ভাড়া সহনীয় পর্যায়ে আদায় করার জন্য বাসকোচ মালিক সমিতি’র নেতৃবৃন্দ ও সিএনজি মালিক সমিতির সভাপতিসহ অন্যান্যদর সহযোগিতা কামনা করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, শেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ জিল্লুর রহমান সিদ্দিকী, শেরপুর জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আল মাসুদ, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস, নকলা উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র মো. নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আলেমসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *