শেরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

শেরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

জেলা

মারুফুর রহমান, শেরপুর প্রতিনিধি:
শেরপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ সকাল ১০টায় দিবসটি উপলক্ষে শেরপরে জেলা কালেক্টরেট ভবনের সামনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম (পিপিএম) প্রমূখ।

ওই সময় জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রদ্ধা জানান।

দিবসটি উপলক্ষে জেলা আওয়ামীলীগের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে সকাল ৯টায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে শেখ কামালের জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *